অং সান সু চিকে সামরিক বাহিনী গ্রেপ্তার করেছে, এমন প্রতিবেদনের পর মিয়ানমারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।“যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে,” বিবৃতিতে বলেন সাকি।