তিন দিন বিরতির পর আবার ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার ভোররাত চারটা থেকে সকাল পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে রাতে ঘাটে আসা যানবাহনের চালকসহ যাত্রীসাধারণকে দুর্ভোগে পড়তে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, এর আগে কুয়াশার কারণে গত ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে পরদিন ২৮ জানুয়ারি সকাল পর্যন্ত প্রায় সোয়া আট ঘণ্টা ফেরি বন্ধ ছিল। তিন দিন বিরতির পর পুনরায় গতকাল রোববার রাত থেকে হঠাৎ ভারী কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার মাত্রা আরও বেড়ে গেলে একপর্যায়ে সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। তখন দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে আজ ভোররাত চারটা থেকে ফেরি বন্ধ করে দেয়। একই সঙ্গে অন্যান্য নৌযান চলাচলও বন্ধ রয়েছে।