গত বছরের ২৯ নভেম্বর চার প্রবাসফেরত বাংলাদেশি বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন। ইউ-ব্যাগেজের আওতায় তাদের নামে দুই হাজার ৫০০ কেজি বিভিন্ন ব্যবহৃত জিনিস চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়েছিল। এসব পণ্য চারটি পৃথক চালানে খালাসের সময় দেখানো হয়েছে মাত্র এক হাজার ২০০ কেজি। অভিযোগ উঠেছে, কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় এসব পণ্য খালাসের সঙ্গে জড়িত সিএন্ডএফ এজেন্ট বাকি এক হাজার ৩০০ কেজি পণ্যের কোনো শুল্ক না দিয়েই খালাস করে নেন।
প্রবাসীদের দেওয়া সুবিধার অপব্যবহার করে এভাবেই ইউ-ব্যাগেজের নামে আসা চালানের অর্ধেকের বেশী পণ্য গোপনে সরিয়ে নিচ্ছে কাস্টমের একটি চক্র।