দুর্নীতি সূচকে পাকিস্তানের চার ধাপ অবনমন; কঠোর সমালোচনার মুখে ইমরান খান
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ১১:১৪
আন্তর্জাতিক দুর্নীতি ধারণাসূচকে পাকিস্তানের চার পয়েন্ট অবনয়ন ঘটায় কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার আগে পাকিস্তানে দুর্নীতির অবসান ঘটানোর জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন।
দুর্নীতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট করেছে ইমরান খান তাতে ভিন্নমত পোষণ করছেন। তিনি যুক্তি দেখাচ্ছেন যে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া দুর্নীতির তথ্য তার সরকারের জন্য প্রযোজ্য নয়; যখন বিরোধীদল ক্ষমতায় ছিল এ দুর্নীতি তখনকার। তবে বর্তমানের বিরোধীদলগুলো তার অনেককিছুই অস্বীকার করছেন।