বুমরা, শামির পর আর এক ভারতীয় পেসারের সঙ্গে বল করতে মুখিয়ে সিরাজ
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১৮:৫৩
অস্ট্রেলিয়া সফরে গিয়ে পেয়েছেন একাধিক অভিজ্ঞ ভারতীয় পেসারদের সান্নিধ্য। যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামির থেকে অনেক কিছু শিখেছেন মহম্মদ সিরাজ। শিখেছেন শার্দূল ঠাকুরের থেকেও। এবার ইংল্যান্ড সিরিজে ইশান্ত শর্মার থেকে বোলিংয়ের কৌশল শিখতে চান সিরাজ। ইশান্তের সঙ্গে বল করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।