'মমতা আমার মায়ের মতো', বিধায়ক পদে ইস্তফার পর বললেন রাজীব
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১৪:৩৪
এই সময় ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিচ্ছেদ এবার কার্যত পাকা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের BJP-তে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হল। মন্ত্রীত্বের পর এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন বনমন্ত্রী। শুক্রবার বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে ইস্তফাপত্র পেশ করেন ডোমজুড়ের বিধায়ক। শীঘ্রই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিতে পারেন রাজীব, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।
এদিকে, আজই দু'দিনের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। প্রাক্তন BJP সর্বভারতীয় সভাপতির সভামঞ্চেই রাজীব গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন, বিধায়ক পদ থেকে ইস্তফার পর এ জল্পনা আরও জল-হাওয়া পেল বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।