কৃষি আইনের বিরুদ্ধে চড়া সুর, রাষ্ট্রপতির বক্তৃতা বয়কটে ১৮ বিরোধী দল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ০৭:৫৪

পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আগে আগামিকাল শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। প্রথম দিনের রাষ্ট্রপতির বক্তৃতা বয়কট করার সিদ্ধান্ত নিয়ে মোট ১৮টি বিরোধী দল আজ বার্তা দিল, কৃষি আইনকে কেন্দ্র করে আগাগোড়া চড়া সুরেই বাঁধা থাকবে এ বারের সংসদ।

আজ কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, শিবসেনা-সহ ১৬টি বিরোধী রাজনৈতিক দল যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, যে ভাবে সেপ্টেম্বর মাসে সংসদে তিনটি কৃষি বিল পাশ করানো হয়েছে, তা সংবিধান-বিরোধী এবং এর ফলে রাজ্যগুলির অধিকার খর্ব করা হয়েছে। এর প্রতিবাদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতায় উপস্থিত থাকবে না তারা। অকালি দল এবং আম আদমি পার্টিও পৃথক ভাবে একই রাস্তায় হাঁটবে বলে জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us