কোনও বলি-জুটি শাহরুখ-কাজলের মতো সাড়া ফেলতে পারেনি পর্দায়!তাঁরা দু’জনে কোনও দিন পর্দায় একটি চুমুও খাননি। তবু তাঁদের প্রেম, রসায়ন দেখে আজও রোমাঞ্চিত বলি-প্রেমীরা। শুধু তো শাহরুখ খান নন, কাজল-শাহরুখ জুটিটিই যে আসলে ‘বাজিগর’!