নস্টালজিয়ায় সিক্ত নিতু কপূর! অতীতের স্মৃতি হাতড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ঋষি কপূরের সঙ্গে তাঁর ‘প্রথম নাচ’-এর ভিডিয়ো। ঋষি এবং নিতুর সুপারহিট ছবি ‘জিন্দা দিল’-এর ‘শাম সুহানি আয়ি’ গানে প্রথম একসঙ্গে নেচেছিলেন তাঁরা।