‘দিদিকে বলো’-র ৫০০ দিন, এসেছে ২৮ লক্ষ ফোন, কথোপকথন ৮০ লক্ষ মানুষের সঙ্গে, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১৩:২৯

৫০০ দিন পেরিয়ে গেল ‘দিদিকে বলো’ প্রকল্প। টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘আমার উদ্যোগ ‘দিদিকে বলো’ কর্মসূচির ৫০০ দিন পূর্ণ হওয়াতে খুশি। এই সময়ের মধ্যে ২৮ লক্ষ মানুষ ফোন করেছেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে। ৮০ লাখেরও বেশি মানুষের সঙ্গে কথোপকথন হয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে, যাঁরা পাশে থেকেছেনও সাড়া দিয়েছেন’।

২০১৯ লোকসভা ভোটের পর চালু হওয়া এই কর্মসূচির প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পর সাফল্য তুলে ধরলেন স্বয়ং ‘দিদি’।

২০১৯ সালের ২৯ জুলাই শুরু হয়েছিল ‘দিদিকে বলো’। রাজ্যের মানুষের সমস্যা এক ফোনেই সমাধান করতে কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে বিভিন্ন স্তরে আলোচনায়ও হয়েছিল দেদার। ফোনে যোগাযোগ করতে পারা, না পারা নিয়ে কটাক্ষও করেছিলেন বিরোধীরা। উল্টো দিকে, মুখ্যমন্ত্রী হিসাবে নয়, পরিচিত ‘দিদি’ ভাবমূর্তিকেই তুলে ধরতে চেয়েছিলেন মমতা। সেই ডাকে মানুষ বিপুল সাড়া দিয়েছেন বলেই এ বার দাবি করলেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us