বগুড়ার ধুনট উপজেলায় ভূমি অফিসে ৫৪ পদের মধ্যে দীর্ঘদিন ধরে ৩৩টি পদ শূন্য রয়েছে। জনবলের চরম সংকটের কারণে অফিসের দৈনন্দিন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে খাজনা-খারিজসহ ভূমিসংক্রান্ত যে কোনো কাজ করতে আসা মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, উপজেলা ভূমি অফিসে একজন সহকারী কমিশনারসহ (ভূমি, এসিল্যান্ড) মোট ১৪টি পদ রয়েছে। এখানে কর্মরত আছেন মাত্র আটজন। এর মধ্যে গুরত্বপূর্ণ সহকারী কমিশনার, সার্ভেয়ার ও কানুনগোর পদ দীর্ঘদিন ধরে শূন্য। অথচ সরকারি জমি রক্ষার্থে প্রতিনিয়ত হাট বাজারের পেরিফেরি ও চান্দিনা ভিটি রক্ষণাবেক্ষণ, ই-নামজারি, তদন্ত প্রতিবেদন, অবৈধ দখলদার চিহ্নিতকরণ এবং তাদের উচ্ছেদের জন্য এসিল্যান্ড, কানুনগো, সার্ভেয়ার কাজ মূল দায়িত্বের মধ্যে পড়ে।