বাংলাদেশে তেমন খবর হয়নি, তবে ভারতে সমালোচনা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমের নজরেও এসেছে। এই প্রথম অভিন্ন নদী নিয়ে বাংলাদেশ ও ভারতের স্বার্থ এক কাতারে দাঁড়াতে যাচ্ছে। ঘটনার কেন্দ্রে রয়েছে পৃথিবীর উচ্চতম নদী ইয়ারলাং জাংবো (Yarlung Zangbo)। হিমালয় দুহিতা এই নদীটি চীনের তিব্বত থেকে নেমে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিব্বতে এর নাম সাংপো, অরুণাচলে সিয়ং এবং আসাম ও বাংলাদেশে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গোয়ালন্দের কাছে এটি পদ্মায় মিলেছে।
কুড়িগ্রামের চিলমারীতে তিস্তা নদী এসে পড়েছে ব্রহ্মপুত্রে। নিম্ন-ব্রহ্মপুত্রই আবার যমুনা নাম নিয়ে দক্ষিণ দিকে ছুটেছে। ব্রহ্মপুত্র-যমুনার রয়েছে চারটি প্রধান উপনদী: দুধকুমার, ধরলা, তিস্তা এবং করতোয়া—আত্রাই নদ প্রণালি। সাংপো-ব্রহ্মপুত্র-যমুনা পৃথিবীর দীর্ঘতম এক নদী। পদ্মা ও মেঘনার চেয়ে এর শক্তি ও জলধারা অনেক বেশি। ব্রহ্মপুত্র ও পদ্মার সঙ্গমস্থলেই বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন অবস্থিত। ব্রহ্মপুত্র তাই বাংলাদেশের প্রধান তিনটি নদীব্যবস্থার প্রাণ।