লালমনিরহাটে তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে মানুষ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৯:০১

কনকনে ঠাণ্ডায় থমকে দাঁড়িয়েছে লালমনিরহাটের ৫ উপজেলার মানুষ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, ভোগান্তিতে আছে নিম্ন আয়ের মানুষ। এই ঠাণ্ডায় খেটে খাওয়া মানুষ কাজে যেতে না পেরে কষ্টে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বুধবার সকালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ওসমান (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ জেলায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সেই সাথে বেড়েছে ঠাণ্ডা।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রর ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড। রাত থেকে ঘন-কুয়াশা ঢাকা থাকছে এ অঞ্চল। গত কয়েক দিন থেকে দেখা মিলছে না সূর্যের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us