এই কমিশনের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু হবে না: চরমোনাই পীর
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৮
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নানা অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বুধবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে রেজাউল করীম বলেন, ভোটারদের ভোট দিতে না দেওয়া, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোট দিতে বাধা, ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপি এবং আগের রাতে এজেন্ট না দিতে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।