করোনা মহামারির মধ্যে সারাবিশ্বের আমদানি-রফতানি সচল রাখতে কাজ করছেন ২ লাখের বেশি নাবিক। ৩শরও বেশি ফার্ম আর সংস্থা কথা বলছে নাবিকদের পক্ষে। বিশ্বের অর্থনীতি যারা মহামারিতেও সচল রাখছেন, তাদের ভোগান্তি ছাড়া নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
গৃহস্থালি সামগ্রী থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, দিনের পর দিন সমুদ্রে থেকে সারাবিশ্বের ৯০ শতাংশ আমদানি-রফতানি সচল রাখেন এই নাবিকরা। কিন্তু বিভিন্ন দেশের সরকারই করোনা মহামারির কারণে দেশে ফিরতে দিচ্ছেন না নাবিকদের।