যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস নিয়ে উদ্ভট সব ধারণা জনসমক্ষে বলতেন অবলীলায়। ট্রাম্প বলেছিলেন, জীবাণুনাশক দিয়ে ফুসফুস পরিষ্কার করলে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রে এরই মধ্যে চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পও নানা বিতর্কিত কর্মকাণ্ড করে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। তারপরও ক্ষমতায় থাকা অবস্থায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বলা কথাবার্তা নিয়ে আলোচনা থেমে নেই।