মেঘনায় আলোচিত রিফান হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন

মানবজমিন প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০০:০০

কুমিল্লার মেঘনায় শিশু রিফান (৫) হত্যার  ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ই জানুয়ারি উপজেলার বৈদ্যনাথপুরের শিশু রিফানুল ইসলাম রিফান নিখোঁজ হওয়ার পর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা। নিখোঁজের ১০ দিন পর ২২শে জানুয়ারি ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে রিফানের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিফানের চাচা মিলন মিয়া বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাত আসামি দিয়ে ১টি মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার)-এর নেতৃত্বে তদন্ত শুরু হয়। ব্যাপক অভিযানের মধ্য দিয়ে ঘটনার রহস্য উদঘাটনসহ প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন রসূলপুর গ্রাম থেকে মো. শাকিল (২২)কে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে হত্যার বিষয়ে স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন আলামতের ভিত্তিতে রহস্য উদঘাটন করি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us