আজ ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আজকের দিনটি আপনার কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নেই। তবে জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্য কিন্তু আপনার কর্ম ও বিচক্ষণতায়!
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) দিনের শুরু হবে গুণীজনদের বাণী স্মরণের মধ্য দিয়ে। আনন্দমুখর দিনে অর্থভাবনা না থাকলেও ব্যবসায় ক্ষতির আশঙ্কা নেই। বন্ধুদের কারো সাহায্য পেয়ে জমি সংক্রান্তু ঝামেলা দূর হতে পারে। রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন করুন।