সরকারের বিভিন্ন উদ্যোগ, মনিটরিং ও নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনলেও মূলত কমছে না এর পরিমাণ। উল্টো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতার সংখ্যাই প্রায় সাড়ে ৩ লাখ। এমন তথ্যই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী গতবছরের অক্টোবর পর্যন্ত তথ্য তুলে ধরে বলেন, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ গ্রহীতার সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন।