যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৯:০৯
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অভিনন্দন ও প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের একাগ্রতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা ও উদ্ভাবনী শক্তি অসাধারণ।রোববার এডুকেশন-ইউএসএ দল এর ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন রাষ্ট্রদূত।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়ন করতে ইচ্ছুকদের পরিচিতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশন ইউএসএ দল। সেখানে রাষ্ট্রদূত মিলার স্বাগত বক্তব্য রাখেন।