হুগলির পুরশুড়ার সভায় বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতার সভায় ইন্টারনেট বিভ্রাট ঘটে। প্রায় ১০ মিনিট ইন্টারনেট ছিল না বলে অভিযোগ উঠেছে। এই সময় কাজ করছিল না মাইক। যড়যন্ত্রের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। মঞ্চ থেকেই ফোন করে ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারকে ভর্ৎসনা করেন মমতা। এ ঘটনার জেরে সভা শুরুতে খানিকটা বিলম্ব হয়।
এদিন পুরশুড়ার সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'সব ধর্মের মানুষ হুগলিতে থাকেন। এখানে বন্যা হলে আমিই ছুটে আসি। বন্যা হত, কেউ দেখত না আগে। ২-৩ বছরের মধ্যে বন্যা রোধে ব্যবস্থা করা হবে'।