থানায় প্রবেশের প্রধান ফটকের পাশেই দেয়াল ঘেঁষে ফেলা হতো বাজারের ময়লা-আবর্জনা। স্থানটি ছিল নোংরা ও দুর্গন্ধময়। পাশ দিয়ে চলার সময় নাকে রুমাল না দিয়ে চলতে হতো পথচারীদের। তবে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি পাল্টে গেছে। ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে।
শরীয়তপুর শহরে ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে পালং মডেল থানার অবস্থান। সেখানে ছিল ওই ময়লার ভাগাড়। বর্তমানে সেই স্থান পরিণত হয়েছে ফুলের বাগানে।