টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির এক কেন্দ্রীয় নেতার বাড়িতে ৩৭টি মৌচাক আছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামে ওই নেতার বাড়ির দেয়ালে, কার্নিশে ও গাছে মৌমাছিরা বাসা বেঁধেছে। ৩০ বছর ধরে ওই বাড়িতে সব সময়ই ৩০ থেকে ৫০টি মৌচাক থাকে। স্থানীয় লোকজন ওই বাড়ির নাম দিয়েছেন ‘মৌমাছির বাড়ি’।
ওই বাড়ির মালিকের নাম কাজী আশরাফ সিদ্দিকী। তিনি জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি কখনোই এসব মৌচাকের মধু বিক্রি করতে পারেন না। প্রতিবেশী, আত্মীয়স্বজন ও কেন্দ্রীয় নেতা–কর্মীদের মধ্যে বিলিয়ে দিতে দিতেই সব মধু শেষ হয়ে যায়।