সামর্থ্যবানদের মানবসেবায় এগিয়ে আসতে হবে: সিকৃবি ভিসি

মানবজমিন প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, সামর্থ্যবানদের মানবসেবার ব্রত নিয়ে শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, প্রতি বছর আমাদের ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে লাখ লাখ অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করা সম্ভব। গতকাল বিভাগীয় রাজশাহী সমিতির উদ্যোগে সিকৃবিস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী সমিতি সিকৃবি জোনের সভাপতি প্রফেসর ড. মোহা. তরিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটস্থ রাজশাহী বিভাগীয় সমিতির সভাপতি প্রফেসর ড. ইফতেখার আহমদ, প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন মোল্লা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. আব্দুল আউয়াল, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, অর্থ ও হিসাব উপ-পরিচালক মোহা. আব্দুল কাদের জিলানী, ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান, ডেপুটি লাইব্রেরিয়ান মো. তোফাজ্জল হোসেন, মো. মাসুদ রানা ও মো. কামরুজ্জামান। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এ বছরেও শতাধিক সহায় সংবলহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেটস্থ বিভাগীয় রাজশাহী সমিতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us