চীনের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে আটকে পড়ে থাকা ১১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তারা মাটির ৬শ মিটার নিচে গত ১৪ দিন ধরে সেখানে আটকা পড়ে ছিলেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার প্রথম এক ব্যক্তিকে দেখা যায়।
এরপর তাকে দ্রুত উদ্ধার করা হয়। আজ মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। টেলিভিশনের ফুটেজে প্রথম উদ্ধার হওয়া শ্রমিককে দেখা গেছে। তিনি চোখ খুলে তাকাতে পারছিলেন না।