জুয়ায় পথে বসছে নিম্ন আয়ের মানুষ, প্রয়োজন যুগোপযোগী আইন
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১৩:০০
সিএনজিচালিত অটোরিকশা চালক রাসেল। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে স্ত্রী-সন্তান নিয়ে থাকে। একদিন অটো চালায় তো দুদিন তার খোঁজ থাকে না।নিরুদ্দেশ রাসেল এই দুদিন মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন একটি বাসায় টানা জুয়ার আসরে থাকে। স্ত্রীর গহনা থেকে বাসার আসবাব বিক্রি করে সব শেষ করেছে সে। সন্তান, সংসার ভুলে এভাবে রাসেলের মতো রাজধানীর অসংখ্য নিম্ন আয়ের তরুণ, যুবক জুয়ার আসরে পড়ে থাকে। তাদের জুয়ার আসরে প্রবেশের গল্প একইরকম। প্রথমে নিছক বিনোদনের জন্য প্রবেশ করে। তারপর নেশায় আসক্ত হয়ে নিজের ও পরিবারের অর্থ এবং মূল্যবান জিনিস জুয়ায় উড়িয়ে নিঃস্ব হয়ে যায়। অটোচালক, দিনমজুর, ভ্যানচালক এবং অসংখ্য নিম্ন আয়ের মানুষ এভাবে সংসার হারিয়েছে, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, জুয়া প্রতিরোধে দ্রুত যুগোপযোগী আইন প্রণয়ন করা প্রয়োজন।