কনকনে বাতাস ও ঘনকুয়াশায় দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনে। রংপুরসহ উত্তরের জনপদে হাড়কাঁপানো ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্টটা একটু বেশিই। এদিকে, শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোয় বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।