বেড়েছে পৌর কর কিন্তু বাড়েনি নাগরিক সুযোগ-সুবিধা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি এলেই জলাবদ্ধতা আর ময়লা আবর্জনার মধ্যেই বসবাস শেরপুরের নকলা পৌরবাসীর। তাদের অভিযোগ, ভোটের সময় এলেই দেয়া হয় মন ভোলানো আশ্বাস। যদিও বরাবরের মতো নানা প্রতিশ্রুতি প্রার্থীদের কণ্ঠে।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর রাস্তার পাশে ময়লার দুর্গন্ধের মধ্যে দিয়ে বসবাস করে আসছে শেরপুরের নকলা পৌরবাসী। পৌরসভার বয়স ২০ বছরেরও বেশি হলেও এখনো মেলেনি পূর্ণ নাগরিক সুযোগ-সুবিধা। পৌরশহরে নেই পাবলিক টয়লেট, এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। অথচ নিয়মিত পৌর কর দিচ্ছেন পৌরবাসী। এছাড়া পৌরসভার মধ্যে নেই যানবাহনের কোনো স্ট্যান্ড। সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়েই যাত্রী উঠানামা করায় যানজটের সৃষ্টি হলেও নিয়মিত টোল দিতে হচ্ছে যানবাহন মালিকদের।