বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব হাতের লেখা দিবস-২০২১’ উদযাপন করা হয়েছে। ১৯৭৭ সালে ‘বিশ্ব হাতের লেখা দিবস’ হিসেবে স্বীকৃতির পর বিভিন্ন দেশে পালিত হলেও বাংলাদেশে প্রথমবারের মতো এ দিবসটি পালিত হয়েছে।
আজ শনিবার এ দিবসটি উপলক্ষ্যে ‘হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ জাতীয় প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও স্বনামধন্য সনদলেখক মো. খোরশেদ আলম ভূইঁয়া।