আজ আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন নানা গুণে পরিপূর্ণ একজন মানুষ। তিনি একজন মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন। বর্ষীয়াণ এই সংগীতজ্ঞ ২০১৯ সালের ২২ জানুয়ারি নগরীর আফতাব নগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ শুক্রবার (২২ জানুয়ারি) তার চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলো।
১৯৫৬ সালে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ সিনেমায় সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। এ ছাড়া স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন তিনি।