প্রাথমিক বিদ্যালয়গুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১০:০০
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটিতে দক্ষ শিক্ষক তৈরি করতে প্রত্যেক বিদ্যালয় থেকে একজন শিক্ষককে অনলাইনে গুগল রেজিস্ট্রেশন ফরম পূরণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
এছাড়া ই-প্রাইমারি সিস্টেমে যথাযথভাবে বিদ্যালয়ের মৌলিক তথ্য, ভৌত তথ্য, শিক্ষক বদলি, শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য তথ্য আপডেট নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য পাঠাতে হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে নির্দেশনা জারি করে।