ভিআইপি নয়, যাদের প্রয়োজন তাদের আগে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১৯:১৪
দেশে ভিআইপি নয়, যাদের আগে প্রয়োজন তাদেরকেই করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদে মালেক।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তেজগাঁওয়ে অবস্থিত জেলা ইপিআই’র স্টোরে ভ্যাকসিন রাখার ব্যবস্থাপনা দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অন্যান্য দেশে ভিআইপিরা আগে টিকা নিয়ে পরে তারা সাধারণ মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করছেন এবং উৎসাহ দিচ্ছেন। আমাদের দেশে এরকম কিছু হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা চাই, দেশে যাদের প্রয়োজন তাদেরকে আগে দিতে এবং আমাদের দেশের মানুষ ভ্যাকসিন নিতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষের কাছে ভ্যাকসিন নতুন কিছু না। দেশের মানুষ ভ্যাকসিনে ভয়ও পান না। কাজেই আমরা আশা করি, পর্যায়ক্রমে সবাইকে দিতে সক্ষম হবো।’