পম্পেওসহ ট্রাম্প প্রশাসনের ২৮ কর্মকর্তার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১১:৪১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের পরপরই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে যুক্ত ২৮ উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। ‘চীনের বিরুদ্ধে কুৎসা ও ঘৃণা’ ছড়ানোর অভিযোগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এই ২৮ কর্মকর্তাকে অভিযুক্ত করে এই আদেশ জারি করা হয়।
বেইজিংয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আদেশের কথা জানায়।