দেশের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কটি শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতী নদীর ওপর দিয়ে চলে গেছে। এই নদীগুলোর ওপর কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুগুলোর পুনর্বাসনের কাজ শুরু হয়েছিল ২০১৩ সালের এপ্রিলে। শেষ হওয়ার কথা ২০২১ সালের অক্টোবরে।
২০২০ সালের জুন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি ৯৯ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ যথাসময়েই কাজ শেষ হতে চলছিল। আরও কিছু কাজ নতুন যুক্ত হওয়ায় মাত্র তিন মাস সময় বাড়ানো হচ্ছে। অর্থাৎ প্রকল্পটির কাজ ২০২২ সালের জানুয়ারিতে শেষ হতে যাচ্ছে।