মুন্সিগঞ্জের তুষার খান স্বপ্ন দেখেছিলেন আলজেরিয়ায় গিয়ে কাজ করে সংসারের অভাব দূর করবেন। আলজেরিয়া যাওয়ার জন্য তিনি ধরনা দেন এশিয়া স্কিল ট্রেনিং সেন্টারের কাছে। যাওয়ার আগে এখানে এবং যাওয়ার পর আলজেরিয়ায় নির্যাতনের শিকার হন। অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে না পেরে দেশে ফিরে চলে আসেন গত ডিসেম্বর মাসে। দেশে ফিরে এসে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানায় ৪ জনকে আসামি করে গত ৪ জানুয়ারি মানব পাচার প্রতিরোধ ও অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু আলজেরিয়ায় মানবপাচারের অভিযোগে মুন্সিগঞ্জেই মামলা হয়েছে ৯টি। এর মধ্যে ১টি মামলা থানায় এবং বাকি ৮টি মামলা হয়েছে জেলা দায়রা জজ আদালতে। তাছাড়া আলজেরিয়ায় প্রত্যাশিত কাজ না পেয়ে অন্যদেশে পাড়ি জমাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন এমন ২ জনের খোঁজ পাওয়া গেছে। বর্তমানে তাদের একজন আব্দুল হাই এর পরিবার মানবেতর দিনযাপন করছেন। ঋণের টাকা শোধ করতে স্বামীর বাড়ি বিক্রি করে তার স্ত্রী এখন মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।