স্কুল-কলেজ খুলবে কবে?

ইত্তেফাক প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ০২:৩৩

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনায় এনে আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল খোলার চিন্তা করা হয়েছিল। এই চিন্তা কতটুকু বাস্তবায়ন করা যাবে বা আদৌ বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে এখন পর্যালোচনা করা হচ্ছে। সব শ্রেণির সব শিক্ষার্থীকে স্কুলে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

চলতি মাসের ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর এই ছুটি বাড়বে কি না—এ নিয়ে বিভিন্ন মহলেও নানা মত তৈরি হয়েছে। যারা পুরোপুরি স্কুল খোলার সপক্ষে জোরালো যুক্তি দিচ্ছেন, তাদের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন। একটি অতি উত্সাহী গ্রুপ শিক্ষার বিভিন্ন দপ্তরের নাম উল্লেখ করে বিভ্রান্তিও ছড়াচ্ছে। অধিদপ্তর বলছে, এটা অপপ্রচার। স্কুল খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খোলার সিদ্ধান্ত নেওয়া হলে আগেভাগেই সবাইকে অবহিত করা হবে। তার আগে সব স্তরের স্টেক হোল্ডারের সঙ্গে বৈঠক করে মতামত নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব সিদ্ধান্ত আসবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us