বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারাদেশে বোমা হামলার মামলার আসামি পিরোজপুরের মো. রেদওয়ানুল হক রেদওয়ানের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে দেন।