ভারতের জয়ের কোনো আশা দেখছেন না গাভাস্কার

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ২১:৩৭

নাটকীয়তায় রূপ নেওয়া ব্রিসবেন টেস্টে অনেকেই ভারতের জয়ের আশা দেখছেন। কিন্তু ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার কোনো আশা দেখছেন না। তবে তিনি মনে করছেন, ভারত ম্যাচ ড্র করতে পারে। শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার ৩২৪ রান। হাতে আছে ১০ উইকেট। সিডনি টেস্টে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করেছিল ভারত। তাই ইনজুরিতে তারকাবিহীন হয়ে পড়া দলটি নিয়ে এবারও অনেকে আশা দেখছেন।

গাভাস্কার বলেন, 'ব্রিসবেনে ২৩৬ রান তাড়া করে জয়ের ঘটনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। সেটাও হয়েছিল ১৯৫১ সালে। ফলে ভারতের কাজটা খুব কঠিন। তবু যদি ভারতীয় ব্যাটসম্যানরা ফোকাস এবং সংকল্প ধরে রাখতে পারে, তাহলে ম্যাচ বাঁচানো সম্ভব। সেই ক্ষমতা তাদের আছে। বল আচমকা নিচু হয়ে যাচ্ছে। উইকেটের মাঝখানে কিছু ফাটলও তৈরি হয়েছে। বিষয়টা আরও কঠিন কারণ ম্যাচ এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে মেরে খেলা উচিত, না ধরে খেলা উচিত, সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন। রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা যদি ভালো করতে পারে, তাহলে ভারতীয় ড্রেসিংরুম স্বস্তিতে থাকবে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us