৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান থাকা সত্ত্বেও ১৩ বছর ধরে ঢাকার অর্থ ঋণ আদালত-১ এ একটি মামলা চলছিল। এই মামলার কার্যক্রম আগামী ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, অর্থ ঋণ আদালতের মামলাটি বাতিলের বিষয়ে রুল জারি করা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মৌসুমী রহমান।