টেকসই শিল্পায়নের জন্য দরকার কুটির শিল্পের উন্নয়ন: শিল্পমন্ত্রী
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৫৯
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, টেকসই শিল্পায়নের জন্য সবার আগে গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে। সেজন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সোমবার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
২১ দিনব্যাপী এই ফাউন্ডেশন কোর্সে বিসিকের ২৫ কর্মকর্তা অংশ নিয়েছেন। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শিল্পায়নের কোনো বিকল্প নেই উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিসিকের মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মহা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।