গেল মৌসুমটা কেটেছে একেবারে শিরোপাহীন। এরপর নানা নাটকীয়তা। ক্লাবে একের পর এক ঝামেলা। প্রতিনিয়ত পারফরম্যান্সের উঠা-নামা। সব কাটিয়ে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। মৌসুমের প্রথম ট্রফিটা একেবারে জানালায় উঁকি দিচ্ছিল। দরজায় কড়া নাড়ছিল। শুধু দু'হাত ভরে ট্রফিটা উঁচিয়ে ধরার সুযোগ হলো না!
গেল কয়েকদিনের আশঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেভিয়ায় ম্যাচের শুরু থেকেই মাঠে ক্লাব সুপারস্টার লিওনেল মেসি। একেবারে শেষ মূহুর্তে ইনজুরি কাটিয়ে ফিট হয়ে ফিরেছেন। একটা ট্রফি জেতার তীব্র সাধ ছিল তারও। কিন্তু পারলেন কই?
শুরু থেকেই সমানতালে লড়ে গেছে অ্যাথলেটিক বিলবাও। বার্সার একের পর এক আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেনি তারা। এরমধ্যেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন গ্রিজম্যান-ডেম্বেলে-ডি ইয়ংরা। জাল খুঁজে পায়নি মেসির দূরপাল্লার শটও।