একসময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে ৬৩টি প্রতিষ্ঠান ছিল। কমতে কমতে এখন তা ৯টিতে এসে ঠেকেছে। সব কটিই এখন ধুঁকছে। বাংলাদেশ ইস্পাত কারখানা করপোরেশন এবং বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ করপোরেশন দুটিকে একীভূত করে ১৯৭৬ সালে গঠন করা হয় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন। করপোরেশনটির সার্বিক অবস্থা নিয়ে আজকের এ বিশেষ আয়োজন।