সংঘাতের পর শঙ্কার ভোট

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:০০

হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, গুলি ও মৃত্যু—দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারে সহিংসতার সব রূপই দেখা গেছে। এমনকি গতকাল শুক্রবার ভোটের আগের দিনও সংঘর্ষ হয়েছে বরগুনা, টাঙ্গাইল ও শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায়।

আর বৃহস্পতিবার রাতে রাজশাহীর আড়ানী পৌরসভায় আবারও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

সংঘর্ষের বেশির ভাগ ঘটনায় নাম এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের। কোথাও দলের প্রার্থীর লোকজন বিদ্রোহী প্রার্থীর প্রতি চড়াও হয়েছেন। আবার কোথাও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা দলীয় প্রার্থীর নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। বিএনপির প্রার্থীরাও হয়রানি, গ্রেপ্তার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন। এ রকম উত্তেজনাকর পরিস্থিতিতে আজ শনিবার দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ হতে যাচ্ছে। এর মধ্যে ২৮টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us