বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশের সম্পদ লুটপাট, বিদেশে অর্থপাচার ও কালো-বাজারির মাধ্যমে ২৫৩টি পরিবার সারা দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। বৃহস্পতিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।