যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সৈন্যদের হুশিয়ার করেছেন
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ০৬:১৯
জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে আমাদেরকে জাতির মূল্যবোধ এবং আদর্শকে ধারণ করতে হবে। আমরা আমাদের সংবিধানকে সমর্থন ও এর সুরক্ষা নিশ্চিত করি। সাংবিধানিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার যে কোন কর্মকান্ড শুধু যে আমাদের ঐতিহ্য, মূল্যবোধ ও অঙ্গীকারের পরিপন্থি তাই-ই শুধু নয়, এটি আইনের পরিপন্থি।
বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ নেতারা সকল সদস্যকে একটি লিখিত স্মারকপত্র দিয়েছেন যে গত সপ্তায় ক্যাপিটলে মারমুখী অভূত্থান ছিল গণতন্ত্রবিরোধী এক অপরাধমূলক তত্পরতা। এতে বলা হয় অবাধ বক্তব্য রাখার অধিকার কাউকে সহিংসতা করার অধিকার দেয় না। জয়েন্ট চিফস অফ স্টাফের সকল সদস্যের স্বাক্ষরিত এই স্মারক লিপিতে, সামরিক বাহিনীর সদস্যদের স্মরণ করিয়ে দেয়া হয় যে জো বাইডেনই হচ্ছেন যথার্থ ভাবে নির্বাচিত আগামি প্রেসিডেন্ট এবং তিনি ২০ শে জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।