সস্তায় বাংলাদেশকে ভ্যাকসিন দিচ্ছে সেরাম, ভারতের সঙ্গে দামের পার্থক্য কত জানেন?

এইসময় (ভারত) প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১৬:১৪

করোনাভাইরাসের টিকা তৈরি হয়ে গেলে অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশকে দেওয়া হবে বলে গত অগস্ট মাসেই আশ্বাস দিয়েছিল ভারত।

চুক্তি অনুসারে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বাংলাদেশ পেতে চলেছে। কিন্তু এই ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট পড়শি দেশকে কত দামে বিক্রি করবে তা এখনও পর্যন্ত অজানাই ছিল। অবশেষে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

বাংলাদেশে মাত্র ৪ মার্কিন ডলারে কোভিড ভ্যাকসিনের প্রতিটি ডোজ বিক্রি করবে (Covishield Price) সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩৪০ টাকা।

গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তিনটি বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি সূত্র ওই সংবাদসংস্থাকে জানিয়েছে, গড়ে সম্ভবত ৩ মার্কিন ডলার দামে বাংলাদেশ সরকার ভ্যাকসিন পেতে পারে।

যদিও এই বিষয়ে বিশদে কোনও তথ্য এই সূত্র দিতে পারেনি। অন্যদিকে, সেরাম বা বাংলাদেশ সরকার কোনও পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে টিকার দাম সম্পর্কে কিছু জানায়নি। খুব শিগগির বাংলাদেশ সরকারের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us