এই প্রজন্মের ইংলিশ কণ্ঠশিল্পী ও গীতিকার ডুয়া লিপা। তিনি পরেন ফ্রান্সের খ্যাতনামা এক ফ্যাশন হাউসের পোশাক। গত বছরের নভেম্বরে লন্ডনের একটি শোর জন্য আগে থেকে পাঠানো নকশা থেকে একটি পোশাক পছন্দ করে তাঁর স্টাইলিং দল। সেই মতো পোশাক তৈরি করে প্যারিস থেকে লন্ডনে পাঠিয়ে ফিটিং দেখা হয়। জুমে পুরো বিষয়টি তত্ত্বাবধান করা হয় প্যারিস থেকে। তারপর মূল পোশাক পাঠানো হয় লন্ডনে। কিন্তু শোয়ের আগের দিন ডুয়ার স্টাইলিস্ট জানান, পরার সময় এক জায়গায় ছিঁড়ে গেছে। ফলে ঠিক করে দিতে হবে। এই অবস্থায় প্যারিস থেকে উড়োজাহাজ ভাড়া করে একজনকে এক টুকরা কাপড় দিয়ে পাঠানো হয় লন্ডনে। সেখানে পোশাক মেরামত করে দেওয়া হয়। আর সেই পোশাক পরে মঞ্চ মাতান লিপা।
এভাবেই তারকাদের মন রাখা হয় ব্র্যান্ডের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে। আর এই চাপ সামলান বিভিন্ন ব্র্যান্ডের যোগাযোগ দলের সদস্যরা। ডুয়া লিপা ও তাঁর দলের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত যোগাযোগ রেখে পুরো বিষয়টি সুচারুভাবে যিনি সামলেছেন, তিনি একজন বাংলাদেশি—আইদা মেহনাজ।