এক দশক আগে বেলঘরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মৃধাকে খুনে ধৃত প্রিয়াঙ্কা চৌধুরীর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হল সোমবার। আজ, মঙ্গলবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। ফের তাকে সিবিআই নিজেদের হেফাজতে চাইবে বলে ওই তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।
এ দিকে, এই মামলায় নতুন সংযোজন প্রিয়াঙ্কার স্বামীর অন্তর্বর্তী জামিনের আবেদন। প্রিয়াঙ্কার স্বামী জয়দীপ চৌধুরী কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন। এ দিন ওই মামলার শুনানি হয়নি। আজ, মঙ্গলবার জয়দীপবাবুর জামিনের আর্জির শুনানি হতে পারে। জয়দীপবাবু ময়দানের একটি ক্লাবের প্রাক্তন কর্মকর্তার ছেলে। সিবিআই তাঁকে এখনও পর্যন্ত তলব করেনি। তার আগেই কেন তিনি জামিনের আবেদন করলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে সিবিআই জয়দীপবাবুর জামিনের বিরোধিতা করবে বলেই জানা গিয়েছে।