ধর্ষণ-নিপীড়ন বা এ ধরনের যেকোনো ঘটনায় সমাজ প্রথমেই আঙুল তুলে ভুক্তভোগী নারীর দিকে। ভুক্তভোগী নারী ও তার পরিবারের ওপর দায় চাপানোই প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। সব দোষ যেন তাদেরই! রাজধানীর কলাবাগানের ঘটনায়ও তেমনটিই পরিলক্ষিত হয়েছে, হচ্ছে।