পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমাদের দেশে বড় সমস্যা এখন কিশোর গ্যাং। এটাকে মোকাবিলা করতে সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ এই কিশোর-কিশোরীরাই ২০৪১ সালের ধনী দেশের প্রতিনিধিত্ব করবে। সেই শিশুরা ড্রাগ নিয়ে কিংবা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে ধ্বংস হয়ে যাক সেটা আমাদের কোন মতেই বরদাশত করা যাবে না। সেজন্য আমাদের সমাজ-পরিবারকে এগিয়ে আসতে হবে।
সোমবার (১১ জানুয়ারি) র্যাব সদর দফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘র্যাব সেবা সপ্তাহ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।